ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য সচিবের সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস।
আজ বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এ সাক্ষাৎ হয়।
এর আগে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে সাক্ষাৎকার দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন ড. ইউনূস। এ সময় তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে এবার। নির্বাচনের সময়ও ঠিক, জনগণও প্রস্তুত। ১৭ বছর পর এবার একটি সত্যি সত্যি নির্বাচন হতে যাচ্ছে। ভোট দেওয়া নিয়ে জনগণের মাঝে উৎসাহ রয়েছে।’
ড. ইউনূস আরও বলেন, ‘বিগত ১৭ বছর বাংলাদেশের তরুণেরা ভোট দিতে পারেনি। তাদের মতামতের মূল্যায়ন করা হয়নি। তারা নতুন বাংলাদেশের অপেক্ষায়। আগামী নির্বাচন শুধু নিয়ম রক্ষার ভোট হবে না; শুধু নতুন সরকারের জন্য নয়, ভোট হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে মঙ্গলবার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে বৈঠক করেন।
এছাড়া এদিন ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যরা, মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।