অবৈধ ড্রেজার বন্ধে উপদেষ্টা ফাওজুল কবিরের হুঁশিয়ারি
অবৈধ ড্রেজার বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার দুপুরে শরীয়তপুরের জজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এ হুশিয়ারি দেন।
উপদেষ্টা বলেন, ‘নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন ড্রেজার চালানোর ফলে নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে।’
পরিদর্শনকালে অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগ যদি ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো আমাদের দেয়, তাহলে আমরা দ্রুত এই ভাঙন সমস্যার সমাধান করব।’
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।