রামুতে পুলিশ কনস্টেবলের দা এর কোপে যুবক আহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১৪:৫২
শেয়ার :
রামুতে পুলিশ কনস্টেবলের দা এর কোপে যুবক আহত

কক্সবাজারের রামুতে পুলিশ কনস্টেবলের দা এর কোপে যুবক আহত হয়েছেন। আহত জিশান ফারহান (১৯) উপজেলার রাজারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার ব্যবসায়ি ইউসুফের ছেলে। 

আজ বুধবার সকাল ১১টায় নয়াপাড়া রেল সেতুর নিচে বাঁকখালী নদীর তীরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত জিশান ফারহানের চাচাতো ভাই ইরফান জানান, ব্রীজের পাশে সৃষ্ট জলাশয়ে সম্প্রতি মাছের পোনা ছাড়েন জিশান ফারহান। মঙ্গলবার ওই জলাশয়ে দখলের উদ্দেশ্যে ঘেরাবেড়া দেন একই এলাকার কালু সওদাগরের ছেলে মো. শফি। এ নিয়ে বুধবার সকালে শফি ও তার ভাই নুরুল আলম, পুলিশ কনস্টেবল ফরিদ ও খালেকের সঙ্গে ফারহানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফির ছোট ভাই পুলিশ কনস্টেবল মো. ফরিদ ক্ষিপ্ত হয়ে ফারহানকে দা দিয়ে কোপ দেন। এ সময় দা’এর আঘাতে ফরহানের হাতের একাংশ কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয় তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা সেবা নিশ্চিত করার পর এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি। 

রাজারকুল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আল শাইর জানান, ঘটনার পর ফারহানের হাতে কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখেছেন। হাতের একাংশ ঝুলছিল। তিনি তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ঘটনার সঠিক কারণ তিনি জানেন না। 

জানা গেছে, হামলাকারি ফরিদ বাংলাদেশ পুলিশে কনস্টেবল (গাড়ি চালক) হিসেবে কর্মরত রয়েছেন। পবিত্র ঈদুল আযহার ছুটিতে তিনি এলাকায় অবস্থান করছিলেন। এ ব্যাপারে অনেক চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।