চিকিৎসক সংকটে জর্জরিত সরাইল হাসপাতাল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলাবাসীর চিকিৎসা সেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এই হাসপাতালে সিজারিয়ান অপারেশন, নরমাল ডেলীভারী, জরায়ু ক্যানসার ও অর্থোপ্যাথিক চিকিৎসাসহ সকল ধরনের চিকিৎসাসেবা চলমান রয়েছে। গত ৬ মাস যাবৎ চিকিৎসক সংকটে জর্জরিত সরাইল হাসপাতালটি। এখানে উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন প্রায় ৬/৭ শত রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীরা চাহিদা অনুযায়ী ডাক্তার না পেয়ে বিনা চিকিৎসায় হতাশা নিয়ে আশেপাশের প্রাইভেট হাসপাতালে ফিরে যান। রোগীদের তুলনায় ডাক্তার কম থাকায় চরম ভোগান্তিতে চিকিৎসা নিতে হয়। এ সমস্যায় চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে।
এই হাসপাতালে চিকিৎসা নিতে আশা সদর ইউনিয়নের ইদ্রিছ আলী ও জাহাঙ্গীর মিয়া বলেন, ‘ডাক্তার কম থাকায় অন্যত্র চিকিৎসা করতে যাচ্ছি। সকল পদের ডাক্তার থাকলে মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমবে।’
সরেজমিনে জানা গেছে, এই হাসপাতালে ১৯ জন চিকিৎসকের পদ রয়েছে। ১০ জন চিকিৎসক স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার নির্দেশ থাকলেও মাত্র ৪ জন কর্মরত আছেন এবং ৬ জন দেশের অন্যত্র রয়েছেন। বাকি ৯টি পদে ডাক্তার শুন্য রয়েছে। এছাড়া নার্স পদে ৩৬ জনের মধ্যে ২৫ জন ও স্টাফ ৭১ জনের মধ্যে ৫৬ জন কর্মরত আছেন। বাকি পদ শুন্য রয়েছে।
এ বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বলেন, ‘৬/৭ জন ডাক্তার বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। ডাক্তার সংকটের কারণে রোগীদের সব ধরনের সেবা দিতে আমাদের জন্য কষ্টকর হচ্ছে। প্রয়োজনীয় ডাক্তার দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আমাদেরকে ডাক্তার দিলে সকল ধরনের সেবা সুন্দরভাবে দিতে পারব।’