শ্রীপুরে অগ্নিকাণ্ডে দোকান আর ঘর পুড়ে ছাই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১২:২৩
শেয়ার :
শ্রীপুরে অগ্নিকাণ্ডে দোকান আর ঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ও ২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ছাফিলা পাড়া গ্রামের ইলিয়াছের মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১১টার দিকে ওই মার্কেটের আনোয়ারের হোটেলের রান্নাঘরে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মার্কেটের ৪টি দোকান, ১টি হোটেল ও ২টি বসতঘরসহ যাবতীয় মালপত্র ও পোষা পাখি পুড়ে ছাই হয়ে যায়।

মার্কেট মালিক ইলিয়াছ জানান, ঈদের ছুটিতে ভাড়াটিয়ারা কেউ ছিলেন না। সব দোকান বন্ধ ছিল। হোটেল ব্যবসায়ী আনোয়ারের ছেলে হোটেল খুলে কিছু একটা করে রাতে বন্ধ করে চলে যান। পরে ওই হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের অসাবধানতার কারণে পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

শ্রীপুর ফায়ার ষ্টেশনের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। মার্কেটর একটি হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।