রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়লেও নেই ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১১:৪২
শেয়ার :
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়লেও নেই ভোগান্তি

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। 

আজ বুধবার সকাল থেকে কর্মস্থল ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে। 

ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়লেও ছিল না কোনো যানজট, ছিল না তেমন একটা ভোগান্তি। দক্ষিন অঞ্চল থেকে ছেড়ে আসা মোটরসাইকেল প্রাইভেটকার ও যাত্রিবাহী বাসগুলো সরাসরি ফেরিতে উঠে নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যাবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত রাখা আছে। আপাতত যে গাড়িগুলো আসছে, ভোগান্তি ছাড়াই ১৫টি ফেরি দিয়ে পার করানো হচ্ছে। ২টি ফেরি বিশ্রামে রাখা হয়েছে। যাত্রীর চাপ বাড়লে ১৭টি ফেরি চালানো হবে।’