বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন।’
আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
শৈলকুপাবাসীর উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছি। এ লড়াইয়ে আমরা সফল হচ্ছি। আপনারা আমাকে মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সগযোগীতা করবেন। আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ব্যাংক কর্মকর্তা মহিবুল কাদির ফরহাদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ডা. নাসিরুদ্দিন, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ব্যাংক কর্মকর্তা নাজমুল হাসান স্বপনসহ আরও অনেকে।