কিছু অসাধু ব্যবসায়ী ও সাংবাদিক চামড়ার দাম কম বলে প্রচার করছেন: বাণিজ্য উপদেষ্টা

বগুড়া প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৯:১৬
শেয়ার :
কিছু অসাধু ব্যবসায়ী ও সাংবাদিক চামড়ার দাম কম বলে প্রচার করছেন: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। কিছু অসাধু ব্যবসায়ী ও কিছু তথাকথিত সাংবাদিক সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কম বলে প্রচার করছেন।’

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধরিত মূল্যের চেয়ে বেশি পাবেন। প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে ৭ লাখ মণ লবণ বিনামুল্যে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশের সামগ্রিক চামড়া ৬০০ থেকে ৭০০ কোটি টাকার বেশি নয়, বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানায় সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয়, হাসিলেও তাদের হক থাকা উচিত।’ প্রধান উপদেষ্ঠার নির্দেশনায় হাট নীতিতে এ বিষয়ে সম্পৃক্ততা রাখবেন বলে জানান তিনি।

এ সময় বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।