একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-অপু!
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় এটি এখন দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলগুলোতে। শাকিব ভক্তরা ‘তাণ্ডব’-এ ব্যস্ত আর নায়ক সময় দিচ্ছেন পরিবারে!
তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যায়, শাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে (আব্রাম খান জয়) সাথে করে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে রয়েছেন অপু বিশ্বাসও।
ভিডিও দেখা যায়, শাকিব খান, জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে বসেন শাকিব ও জয়। আর পেছনে ওঠেন অপু বিশ্বাস। এ সময় জয়ের হাতে ছিল একটি ব্যাগ। ভিডিও থেকে স্পষ্ট- ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নতুন এই ভাইরাল ভিডিওটি উস্কে দিয়েছে পুরোনো গুঞ্জনকে। তবে কী ফের এক হচ্ছেন তারা?
তবে শাকিব খানের একটি সূত্র বলছে, এমনটা হতেই পারে। শাকিব খান তার দুই ছেলেকেই খুব পছন্দ করেন। তাই আজ অপু বিশ্বাসের সঙ্গে দেখা গেলেও কাল হয়তো বুবলীর সঙ্গেও দেখা যাবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে, যুক্তরাষ্ট্রে শাকিব খান ও অপু বিশ্বাসের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময়ও দুজনকে একসঙ্গে দেখা যায় শহরের বিভিন্ন স্থানে ঘুরতে। সঙ্গে ছিল আব্রাম খান জয়।