রেকর্ড গড়ল‌ ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন

বিনোদন প্রতিবেদক
১০ জুন ২০২৫, ১৬:২০
শেয়ার :
রেকর্ড গড়ল‌ ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। মুক্তির আগে থেকেই ধারাবাহিক নাটকটি নিয়ে উন্মাদনায় ভেসেছেন ভক্তরা। বিষয়টি লক্ষ্য করা গেছে প্রি-বুকিংয়ে। আর মুক্তির পরও আগের সব রেকর্ড ভেঙেছে এবারের সিজন।

মুক্তির আগে গত ১ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল আরেফিন অমি ঘোষণা দেন, ঈদুল আজহার রাত থেকে একসঙ্গে ৮টি এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপ-এ। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে। নির্মাতার এই ঘোষণায় ব্যাচেলর পয়েন্ট অনুরাগীদের মধ্যে হুলস্থুল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করেন।

গণমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’র প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনও দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের গোটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই এটি একটি অর্জন।’

অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, রেকর্ড ব্রেকিং ওপেনিং! ১০০’র বেশি দেশ থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ দেখছেন দর্শকরা। এর মধ্যে পেইড ভিউজ হয়েছে ৩৫ লাখের বেশি। পেইড ওয়াচ টাইম রেকর্ড ২.৫ কোটি মিনিট!

এর আগে, ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির নির্মিত ‘ফিমেল ৪’, সেই তুলনায় এবার ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন আরও তিনগুণ বেশি সাড়া ফেলেছে।

‘ব্যাচেলর পয়েন্ট’র ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা বঙ্গ অ্যাপে একসঙ্গে ৮টি পর্ব দেখতে পাচ্ছেন। মাত্র ৫০০ টাকায় দেখা যাবে পুরো সিজনের ১২০টি পর্ব (১৫টি চ্যাপ্টার, প্রতি মাসে এক চ্যাপ্টার)। সিজন পাস ছাড়াও দর্শকদের জন্য রয়েছে আরও দুটি প্যাকেজ- ২ মাসের প্যাক (১৬টি পর্ব) মাত্র ৭৫ টাকা এবং মিনি প্যাক (৮টি পর্ব) মাত্র ৪০ টাকা।

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পারসা ইভানা, ইশতিয়াক আহমেদ রুমেল, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।