‘যৌন হেনস্তাকারী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা একদল নারীর

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৫, ১৬:০৫
শেয়ার :
‘যৌন হেনস্তাকারী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা একদল নারীর

যৌন হেনস্তার অভিযুক্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছেন ভুক্তভোগীরা। সম্প্রতি ভারতের ওড়িশা রাজ্যের গজপতি জেলায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত আট নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, যে নারীরা ওই ব্যক্তিকে হত্যা করেছেন, তারা প্রত্যেকেই ওই বৃদ্ধের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম কাম্বি মালিক। গত ২ জুন তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সময় একদল নারী তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করেন। পরে মরদেহ একটি নদীর পাশে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে আধা-পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, কাম্বির পরিবারের লোকজন গত ৩ তারিখ বাড়িতে এসে তার খোঁজ না পেয়ে নিখোঁজ ডায়েরি করেন। এরপরই পুলিশ তার খোঁজ শুরু করে। এদিকে গত ৭ জুন কাম্বির মেয়ে সুন্দরী মালিক জানতে পারেন তার বাবাকে মেরে জঙ্গলের মধ্যে একটি নদীর পাশে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। এরপরই পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে কাম্বির আধা-পোড়া মরদেহ উদ্ধার হয়।

তদন্তে জানা যায়, গ্রামেরই কয়েকজন নারী এ হত্যা করেছেন। এরপরই আট জন নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাম্বির বিরুদ্ধে গ্রামের অনেক নারীই একাধিকবার যৌন হেনস্তার অভিযোগ করেছেন। তবে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। বিশেষ করে বিধবা ও বয়স্ক নারীরা কাম্বির যৌন লালসার শিকার হয়েছেন বলে জানতে পেরছে পুলিশ।

এ ঘটনার পর জেলা পুলিশ সুপার যতীন্দ্র কুমার পান্ডা বলেন, ‘ওই নারীরা আগে এই নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। পুলিশকে জানালে পুলিশ ব্যবস্থা নিত।’