চাচা ভাতিজাকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে দুজনের মৃত্যু

পটিয়া প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৩:৫৮
শেয়ার :
চাচা ভাতিজাকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে দুজনের মৃত্যু

পুকুরে গোসল করতে গিয়ে চাচা ভাতিজাকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার করুন মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার আশিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মধ্যম বাথুয়া গ্রামের বজল আহমদের পুত্র মো নাছির আলম (৫৬) ও তার ভাতিজা মো আইরিয়ান উদ্দিন (১৪)। সে বাহার উদ্দিনের পুত্র। 

নাছির চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ও ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। 

নিহতদের স্বজন শহীদুল ইসলাম ইমন জানান, কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন আইরিয়ানের পরিবার। সোমবার দুপুরে আইরিয়ানের চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু চাচা ভাতিজাকে সাঁতার শেখানোর এক পর্যায়ে চাচার হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে দুজনই মারা যান। কয়েক ঘণ্টা পুকুরে খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ উক্ত বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, ‘চাচা ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে এ করুন ঘটনার সুত্রপাত ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত সোমবার রাতে জানাযা শেষে তাদের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’ 

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো নাজমুন নুর সত্যতা স্বীকার করে জানান, পুকুরে ডুবে চাচা-ভাতিজার করুন মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।