কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক
১০ জুন ২০২৫, ১৩:১৬
শেয়ার :
কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব’

ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলো দর্শকরা ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে।

এমন অবস্থায় অনেকেরই প্রশ্ন- বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কত টাকা আয় করেছে? বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৪র্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত আয় করেছে তা সহজেই জানার খুব একটা সুযোগ নেই।

তবে মাল্টিপ্লেক্স থেকে মুক্তির ৩ দিনে শাকিব খানের সিনেমাটি কত আয় করেছে সে বিষয়ে একটা তথ্য পাওয়া গেছে। ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘তাণ্ডব’। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি।

প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল ‘তাণ্ডব’র। যেখান থেকে আয় হয় ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ সেই রেকর্ড ছাড়িয়েছে।

ঈদের দ্বিতীয় দিন মাল্টিপ্লেক্সে ‘তাণ্ডব’র দ্বিগুণ পরিমাণে শো বেড়েছে। আয়টাও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে ‘তাণ্ডব’র মোট শো চলেছে ৮১টি। যেখানে প্রায় ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। ফলে ঈদের দুদিন শেষে ‘তাণ্ডব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ১ কোটি ১০ লাখ টাকা।

ঈদের তৃতীয় দিনও ‘তাণ্ডব’র ঝড় বইছে। এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তিনদিন শেষে ‘তাণ্ডব’র মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখ টাকা। যা চতূর্থ দিনে ২ কোটি ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা যাচ্ছে।

এছাড়া তাণ্ডব আরও একটি রেকর্ড গড়েছে। স্টার সিনেপ্লেক্সে এখনও পর্যন্ত তিন দিনে ‘তাণ্ডব’র ১০৬টি শো হাউজফুল গেছে। দর্শকেরা সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বলেও জানা গেছে। দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে সর্বোচ্চ রেন্টাল নিয়ে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। ফলে সেখান থেকেও একটি বড় পরিমাণের অর্থ আয় করছে ‘তাণ্ডব’ টিম।

নির্মাতা রাফী বলেন, ‘এত রেন্টাল দিয়ে এর আগে বাংলাদেশে কোনো সিনেমা মুক্তি পায়নি। আমি আশাবাদী, আরও একটি ইতিহাস গড়ে দেশের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে “তাণ্ডব”। কারণ, দর্শক হলে গেলে এক মিনিটের জন্যও পর্দা থেকে চোখ ফেরাতে পারবে না। আর দর্শক সিনেমাটি বারবার দেখবে।’

বলা দরকার, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।