হিলি স্থলবন্দরে করোনা প্রতিরোধে সচেতনামূলক কাজ স্বাস্থ্য বিভাগের
সম্প্রতি পার্শ্ববর্তী অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভেরিয়েন্ট সংক্রামন বৃদ্ধি পাওয়ায় দেশের সকল স্থল, বিমান, নৌ-বন্দরসমুহে ভ্রমনরত নাগরিকদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে গেলো ৪ জুন সচেতনতামূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়। সেই মোতাবেক দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাজ শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ জানান, আজ মঙ্গলবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করেছে স্বাস্থ্য বিভাগ। হিলি চেকপোস্ট ইমিগ্রেশনে স্থাপিত বুথে একজন স্বাস্থ্য সহকারি যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা নিরীক্ষা করছেন। মাক্স ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছেন। যেসব যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়া যাবে। তাদের প্রাথমিক ভাবে হোমরেস্ট- এ থাকার পরামর্শ দেয়া হচ্ছে।