‘তারেক রহমানের ৩১ দফার মধ্যেই দেশের সকল সমস্যার সমাধান রয়েছে’
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যেই বাংলাদেশের কৃষি, সাংস্কৃতিসহ সকল সমস্যার সমাধান রয়েছে।’
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠে ঢাকাস্থ সিংড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি নেতা দুলু বলেন, ‘১৯৭৩ সালেও এই সিংড়ায় আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। সুতরাং এই সিংড়ার মাটি বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি।’
এই বিএনপি, ধানের শীষকে আগামী পার্লামেন্টে জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়লাভের আহ্বান জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে ঢাকা জর্জ কোর্টের অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা নুর নবী পাটোয়ারী এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রহিম নেওয়াজ, বিশেষ বক্তা ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান মুন।