লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে গুঞ্জন

হেফাজুল করিম রকিব, লন্ডন থেকে
০৯ জুন ২০২৫, ২০:০০
শেয়ার :
লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে গুঞ্জন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টার চার দিনের এই সফরকে কেন্দ্র করে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ব্রিটিশ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন ড. ইউনূসকে স্বাগত জানাতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দল যুক্তরাজ্য আওয়ামী লীগ ড. ইউনূসকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এসব প্রতিক্রিয়ার মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক বিষয়ে। তাদের মধ্যে বৈঠক হবে বলে গুঞ্জন রয়েছে।

তবে বিভিন্ন সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সেই বৈঠকটি আগামী ১৩ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সূত্র।

তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য বিএনপির এক নেতা বলেন, ‘এখনও এই বিষয়ে চুড়ান্ত সিন্ধান্ত হয়নি দলের মধ্যে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। খুব শিগগিরই জানা যাবে।’

এদিকে বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নেবেন। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।

সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টা ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।

এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে তা চূড়ান্ত হয়নি।