কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুইদিনে চারজনের মৃত্যু হল।
মৃতরা হলেন- রাজশাহী সদরের শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)। এর আগে গতকাল রবিবার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহম্মদ (৩৫) নামের এক পর্যটক নিখোঁজ হন। এর প্রায় ৮ ঘণ্টা পরে গতকাল দিবাগত মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
একই দিন সকালে সৈকতের শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। আজ সোমবার সকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট সাগরে তার মরদেহ ভেসে আসে। পরে তার মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।
স্থানীয়দের বরাত দিয়ে নাফিস ইনতেসার নাফি বলেন, ‘সকালে রাজশাহী থেকে শাহীনুর রহমান স্ত্রী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলী এলাকার হোটেল সী ক্রাউনে উঠেন। পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফ গার্ড কর্মীরা মুর্মূষু অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।’
সী সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুক্কুর বলেন, ‘খবর পেয়ে তাদের উদ্ধারে নামেন লাইফ গার্ড কর্মীরা। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, মরদেহ দুইটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।