জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবি, কাফনের কাপড় পরে মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ১৪:৩১
শেয়ার :
জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবি, কাফনের কাপড় পরে মিছিল

সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে 'কাফনের কাপড়' মাথায় বেঁধে রাস্তায় নামে সংগঠনটির একাংশ।

আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে ঢাকা-শরীয়তপুর সড়কে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। পরে শহরের চৌরঙ্গীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

মিছিল শেষে বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, ‘সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থি।’ 

দ্রুত কমিটি বাতিল করে নতুন করে কমিটির আহ্বান জানান তারা। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ছাত্রদলের একাংশের নেতা এবং সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, ‘গঠনতন্ত্র পরিপন্থি এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ কমিটি বাতিল করা না হবে আমরা কঠিন আন্দোলন দিতে বাধ্য হব।’