সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের জন্য এনসিপির কোরবানি ও ভোজ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের ১৩ জন শহীদ পরিবারের সদস্যদের এবং কিছু আহত ও দুস্থ নাগরিকদের জন্য কোরবানির পশু বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করে উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্যান্য স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সাইফ মোস্তাফিজ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতরা। তাদের এই ত্যাগের ওপর দাঁড়িয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কার এবং এরপর জাতীয় নির্বাচন চাই। এর আগে নির্বাচন হলে তা জনগণের সঙ্গে হবে প্রতারণা।