ঈদুল আযহার ছুটিতে ২ দিনে বিএমইউতে ৮৬০ রোগীকে চিকিৎসা

অনলাইন ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৯:১৬
শেয়ার :
ঈদুল আযহার ছুটিতে ২ দিনে বিএমইউতে ৮৬০ রোগীকে চিকিৎসা

পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝেও চালু আছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ। ঈদের বন্ধের পর আজ রবিবার চালু রাখার দ্বিতীয় দিনে বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ দুই শ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবারও বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে খোলা ছিল। ছুটির মাঝে এই ২ দিনে বহির্বিভাগে মোট ৮৬০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই চিকিৎসাসেবা চলে। 

বহির্বিভাগ ছাড়াও প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চিকৎসাসেবার খোঁজ-খবর নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এই চিকৎসাসেবা কার্যক্রমে চিকিৎসক, রেসিডেন্টদের পাশাপাশি কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরাও সহায়ক ভূমিকা পালন করছেন। চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক জনবল অংশ নিচ্ছেন। 

এর আগে, হাসপাতালটির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন বহির্বিভাগ বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। 

এদিকে, গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার-১ ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, বিএমইউ ডক্টরস হলের ইমাম হাফেজ মাওলানা আইয়ুব আলী। এছাড়া বিএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীরা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমানগণ অংশ নিয়েছেন। ঈদ জামাতে ইমামতি করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এর পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ। এদিন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। 

বিএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত। ওই দিনই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল সম্পূর্ণরূপে খোলা থাকবে।