অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কসহ ৯ নারীকে যৌন নির্যাতনের অভিযোগ

বিনোদন ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৭:৪০
শেয়ার :
অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কসহ ৯ নারীকে যৌন নির্যাতনের অভিযোগ

হাউস অফ গুচি, ডালাস বায়ার্স ক্লাব এবং রিকুয়েম ফর আ ড্রিমের মতো ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত জ্যারেড লেটো। জিতেছেন সিনেমার সর্বোচ্চ পুরস্কার অস্কারও। তবে এই হলিউড তারকার বিরুদ্ধেই কমপক্ষে ৯ জন নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। 

এয়ারমেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ৫৩ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে একাধিক নারী অনুপযুক্ত আচরণের অভিযোগ এনেছেন, যাদের মধ্যে কেউ কেউ ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন। প্রতিবেদনে নয়জন নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা দাবি করেছেন, জ্যারেডের দীর্ঘদিন ধরে এমন আচরণের অভ্যাস আছে। তাদের মধ্যে একজন এই বিষয়টিকে ‘ওপেন সিক্রেট’ বলেই অভিহিত করেছেন। 

অভিযোগের মধ্যে আছে- জ্যারেড ১৬ বছরের এক তরুণীকে যৌনতা সম্পর্কিত অনেক প্রশ্ন করেছিলেন, ১৭ বছর বয়সী এক মেয়ের সামনে নগ্ন হয়ে ঘর থেকে বের হয়ে হস্তমৈথুন করেছেন এবং ১৮ বছর বয়সী এক মেয়ের শরীরের অযাচিতভাবে হাত রেখেছেন। 

২০০৮ সালে ১৬ বছর বয়সী ছিলেন এক মডেল। লস অ্যাঞ্জেলেসের একটি ক্যাফে থেকে তখন জ্যারেড ওই মডেলের মোবাইল নম্বর নেন। পরে মাঝরাতে অদ্ভুত ও অশ্লীল আলাপ করতে জ্যারেড তাকে ফোন দিয়েছিলেন বলে দাবি ওই মডেলের। অভিযোগে আরও বলেছেন, একটি পার্টিতে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরেও, জ্যারেড তিন সপ্তাহ ধরে তাকে খুব ভোরে ফোন করতেন এবং কথোপকথন যৌনতার দিকে নিয়ে যেতেন।

আরেক নারীর দাবি, জ্যারেড যখন তাকে টেক্সট করতে শুরু করেছিলেন তখন তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তিনি অভিযোগ করেছেন, জ্যারেড তার বাড়িতে যাওয়ার সময় তাকে অস্বস্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করতেন। যখন ওই নারীর বয়স ১৮ বছর, তখন নাকি জ্যারেড ‘হঠাৎ একদিন তার পুরুষাঙ্গ বের করে হস্তমৈথুন শুরু করেন।’

যদিও জ্যারেডের ম্যানেজার তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অস্কারজয়ী এই অভিনেতা কখনো অনৈতিক আচরণ করেননি বলেই দাবি তার।