১২ ঘণ্টার মধ্যেই টঙ্গীতে কোরবানির বর্জ্য অপসারণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
০৮ জুন ২০২৫, ১৭:০১
শেয়ার :
১২ ঘণ্টার মধ্যেই টঙ্গীতে কোরবানির বর্জ্য অপসারণ

গাজীপুরের টঙ্গীতে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অবসারণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আজ রবিবার টঙ্গীর আউচপাড়া, দত্তপাড়া, গাজীপুরা, এরশাদ নগর, আরিচপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোরবানির পশু জবাইয়ের পর যে অবশিষ্ট বর্জ্য রয়েছে, তা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। 

টঙ্গী আউচপাড়া এলাকার মোহাম্মদ রাফিজুল ইসলাম জানান, ঈদের দিন দুপুর থেকেই গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বর্জ্য ও ময়লা অপসারণের কার্যক্রম শুরু করে। আজ রবিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। 

পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ ইসলাম জানান, আমাদের এলাকাতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে। 

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ‘আমাদের সময়’কে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বর্জ্য ও ময়লা ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।

টঙ্গী অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে ১৬টি ট্রাকের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষে ঈদের দিন দুপুর ১টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিছন্নতা কর্মীরা কাজ শুরু করে। আজ রবিবার দুপুর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে অধিকাংশ ওয়ার্ডের বর্জ্য অপসারণ সমাপ্ত হয়েছে। তারপরও যে সব এলাকা থেকে বর্জ্য অপসারণের জন্য ফোন আসে, সাথে সাথে সেখানে সিটি কর্পোরেশনের নিজস্ব ট্রাক এবং ভাড়া করা ময়লা ট্রাকসহ পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে বর্জ্য ও ময়লা অপসারণ করা হচ্ছে।