কেন্দুয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫
ঈদের দিন বিকেলে একই গ্রামের যুবকদের মাঝে ফুটবল খেলা নিয়ে বিরোধে সংঘর্ষ হয়েছে। এতে নারী পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কালাম (৪০), রহমতউল্লাহ (৫০), লাইলী আক্তার (৩০), সৈয়দ মিয়া (৭০), আজহারুলকে (১৯) কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে মাসুদ মিয়া, কমলা আকতার, মাসদু মিয়া,লাল মিয়া, সাকিব, জসিম, স্বপন, মাহতাব, আরিফ, হিরণ, দুলাল, ফরহাদসহ অন্যান্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
স্থানীয়রা জানান, শনিবার ঈদের দিন বিকেলে গ্রামের যুবকরা মিলে পতিত জায়গায় ফুটবল খেলছিলেন। এ সময় একই গ্রামের আর একটি পক্ষ এসে তাদেরকেও খেলতে দিতে দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।