ঈদের গান

বিনোদন প্রতিবেদক
০৮ জুন ২০২৫, ১০:০৫
শেয়ার :
ঈদের গান

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই গান- কথাটি সংগীতাঙ্গনে বেশ প্রচলিত। পাড়া-মহল্লায় এখনও ঈদ উৎসবে গানের তালে মেতে উঠেন সংগীতপ্রেমীরা। ক্যাসেট-সিডি পরবর্তী সময়ে গানের বাজার দখল করে নিয়েছে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। 

কোরবানির ঈদের আলোচিত কিছু গান নিয়ে এবারের আয়োজন- বাপ্পা মজুমদারের ‘আগামীকাল’ সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে ‘আগামীকাল’ শিরোনামের গান। সুর, সংগীত ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বাপ্পা মজুমদার। ভিডিও তৈরি করেছেন আহাদ অন্তর। 

সম্প্রতি প্রকাশিত গানের পোস্টার বাপ্পা মজুমদারকে দেখা গেছে রোবট মানবের আদলে। ন্যানসির দুই গান এই ঈদে ন্যানসির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে ‘কথা দিয়ে’ শিরোনামের গান। লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজনে সেতু চৌধুরী। এ ছাড়া প্রত্যয় খানের সুর করা আরেকটি গান প্রকাশের কথা রয়েছে ন্যান্সির। ‘কেনো ধূসর সময়, হঠাৎ হয়েছে আজ রঙিন/ কেন এ কার ছোঁয়ায়, বদলে যে যায় প্রতিদিন’- এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বীকিন। কর্ণিয়ার ‘জামদানি’ ঈদের প্রকাশ হয়েছে কর্ণিয়ার নতুন গান ‘জামদানি’। লিখেছেন ও সুর করেছেন তানভীর আহমেদ। গানের একটি অংশে কর্ণিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন তানভীর। ভিডিও বানিয়েছেন রাজ শংকর বিশ্বাস। কর্ণিয়া, তানভীরের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন সামিয়া অথৈ। ‘জামদানি’ প্রকাশ হয়েছে কর্ণিয়ার ইউটিউব চ্যানেলে। চিরকুটের ‘হিয়া’ গত মাসে প্রকাশ পেয়েছে চিরকুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’। ঈদ উপলক্ষে ব্যান্ডটি প্রকাশ করেছে ‘হিয়া’ গানের মিউজিক ভিডিও। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন শারমিন সুলতানা সুমি। আফফান আজিজ প্রিতুলের নির্দেশনায় ভিডিওতে অংশ নিয়েছেন চিরকুটের সদস্যরা। ব্যান্ডটির ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ হয়েছে ‘হিয়া’র মিউজিক ভিডিও। একাধিক গানে কাজী শুভ গত রোজার ঈদে একাধিক গান প্রকাশ করেন কাজী শুভ। 

এবার ঈদেও বেশ ক’টি গান প্রকাশ করেছেন তিনি। কাজী শুভর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’ শিরোনামের গান। কথা ও সুর করেছেন হানিফ খান, সংগীতায়োজনে আহমেদ সজীব। সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় এতে মডেল হয়েছেন তারেক ও তৃষা। এ ছাড়া আই কে মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে কাজী শুভ ও কোনালের দ্বৈত গান ‘ছাইড়া যাব না’। আরেকটি ইউটিউব থেকে প্রকাশ হওয়ার কথা রয়েছে একক গান ‘মায়া মায়া লাগে’। অমি-আঁচল জুটির গান ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন সংগীতশিল্পী সৈয়দ অমি ও তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। অমির গাওয়া ‘তোর মনেতে থাকতে দেনা আজীবন’ শিরোনামের গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন জিয়াউল হক সোহাগ, সংগীতায়োজনে রিয়েল আশিক। সৈয়দ অমি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। তানজিব সারোয়ারের ‘নামের জীবন’ ‘নামের জীবন’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন তানজিব সারোয়ার। গানটি লিখেছেন জে এস জিসান, সুর করেছেন রিয়াদ আহসান, সংগীত আয়োজনে এ পি শুভ। ভিডিও নির্মাণে জিসান। মডেল হয়েছেন তারেক জামান ও শবনম শিলা। 

সিনেমার গান শুভ-মন্দিরার রসায়নে মাশার কণ্ঠ মিঠু খানের ঈদের সিনেমা ‘নীলচক্র’র টিজার প্রকাশিত হয়েছে। এসেছে গানও। তবে সিনেমার নায়ক-নায়িকা তথা আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর প্রেমময় রসায়নটা দেখা যায়নি সেভাবে। নতুন গান ‘যেতে যেতে’র দৃশ্যে সেটাই উঠে এলো। শুক্রবার প্রকাশিত হওয়া গানটি গেয়েছেন মাশা ইসলাম। ওয়াহিদ বাবুর কথায় গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। গানের দৃশ্যে রাতের সড়কে স্কুটি চড়ে কোথাও যাচ্ছেন শুভ-মন্দিরা। টগরের পর্দায় ইমরান-আনিসা ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী। আলোক হাসানের ঈদের সিনেমা ‘টগর’র গানের দৃশ্যে বিশেষ চমক হিসেবে হাজির হয়েছেন তারা। প্রকাশিত হয়েছে ‘ও সুন্দরী’ শিরোনামের গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানের সুর-সংগীত ইমরানের। পর্দায় আছেন আদর আজাদ ও পূজা চেরি। পর্দায় রাজ-ফারিণ, নেপথ্যে হাবিব সিনেমায় কমই গান করেন হাবিব ওয়াহিদ। 

এবার ঈদের ‘ইনসাফ’-এ গেয়েছেন তিনি। ‘তোমার খেয়ালে’ শিরোনামের গানটি গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। তন্ময় পারভেজের কথায় গানের সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন নিধি। গানের দৃশ্যে রোম্যান্টিক আবহে ধরা দিয়েছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ।