গাজায় থাই যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৮:৪৫
শেয়ার :
গাজায় থাই যুবকের মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজায় থাইল্যান্ডের এক যুবকের মরদেহ উদ্ধা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে অভিযানের সময় ওই যুবককে জিম্মি করেছিল হামাস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজ শনিবার এই তথ্য জানান। খবর বিবিসির। 

কাটস বলেন, ‘শুক্রবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি বিশেষ অভিযানের সময় নাত্তাপং পিন্টা নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ ইসরায়েলে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন।

চলতি সপ্তাহের শুরুতে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী দুই ইসরায়েলি আমেরিকানের মৃতদেহ উদ্ধার করার পর পিন্টার মরদেহ উদ্ধার করা হলো। বিবিসির খবরে বলা হয়েছে, মৃত নাত্তাপং বিবাহিত ও এক সন্তানের পিতা। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ওই অভিযানে ১২০০ জন নিহত হন ও ২৫১ জনকে জিম্মি করাহয়। এদের মধ্যে এখনো ৫৪ জন জিম্মি অবস্থায় আছেন। যদিও এর মধ্যে ৩১ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে, ইসরায়েলের বর্বর হামলায় গাজায় এখনো পর্যন্ত কমপক্ষে ৫৪,৬৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।