টাকার দ্বারা প্রভাবিত না হয়ে স্বচ্ছ-সুষ্ঠু নির্বাচনের আশা সারজিসের
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই অভ্যুথান পরবর্তী একটি নির্বাচন হবে এ বাংলাদেশে। আমরা বিগত এক যুগ ধরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি। তাই টাকার দ্বারা প্রভাবিত না হয়ে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন উপহার পাওয়ার আশা করছি।’
আজ শনিবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিজ গ্রাম রাখালদেবী ঈদগাঁ মাঠে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘দায়িত্বশীলরা তাদের জায়গা থেকে আপোষহহীনভাবে ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয়ে পেশী শক্তি কালো টাকার দ্বারা প্রভাবিত না হয়ে তারা পেশা দায়িত্বকে সর্বোচ্চ এবং দেশকে সবার সামনে রেখে তারা একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে চাইবো, অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং স্পেশালি নির্বাচন কমিশনসংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বছরের পর বছর ধরে। তাদেরকে দায়িত্বের জায়গাগুলোতে নিয়ে আসবেন, যেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে তারা তাদের সর্বোচ্চটা দিতে পারেন দেশকে।’
সারজিস আরও বলেন, ‘অভুত্থান পরবর্তী রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, আমরা যেন এর মার্চের মধ্যে বাস্তবতা দেখতে পাই। সেই সঙ্গে একটা দৃশ্যমান বিচারিক ব্যবস্থা দেখতে চাই, যে খুনির নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড হলো তার একটা বিচারের রায় যদি এই বাংলাদেশে নির্বাচনের আগে না হয়, তবে অভুত্থান পরবর্তী সময় তা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা প্রশ্নের মুখে ফেলবে।’