ইতালিতে তিন শতাধিক স্থান ও মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৬:২৪
শেয়ার :
ইতালিতে তিন শতাধিক স্থান ও মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

সীমানা পেরিয়ে, দেশ থেকে দেশান্তরে— ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রবাসী বাংলাদেশিরা দূরদেশের আকাশে চাঁদ দেখেই বয়ে এনেছেন উৎসবের উচ্ছ্বাস, কেউ কর্মব্যস্ত জীবনের ফাঁকে খুঁজে নিয়েছেন একটু আনন্দ, কেউবা পরিবার-পরিজনের অভাব ভুলে জড়ো হয়েছেন প্রিয়জনদের সঙ্গে।

সকালে রঙিন পাজামা-পাঞ্জাবি পরে ঈদগাহ ময়দানের দিকে ছুটে চলার মধ্য দিয়েই প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ শুরু। ঈদের জামাতের পর চলে কোলাকুলি ও কুশল বিনিময়। তবে উৎসবের হাসির ফাঁকে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস— দেশের মাটির গন্ধ, মায়ের রান্না, বাবার ডাক আর শৈশবের ঈদ ফিরে পাওয়ার আকুলতা।

ইতালিতে গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় পবিত্র ঈদুল আযহা। এদিন রাজধানী রোমের ভিত্তোরিও পার্কে জাতীয় ঈদ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদগাঁয়ে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন বাংলাদেশ দূতবাসের প্রথম সচিব আল আমিন। এ সময় সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান করেন তিনি।

ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নামাজে আগত মুসল্লিরা । এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান ইতালি বিএনপির নেতৃবৃন্দ।

রাজধানী রোম ছাড়াও পার্শ্ববর্তী সামুদ্রিক এলাকা, অষ্ট্রিয়াসহ ইতলির বিভিন্ন শহরের প্রায় তিন শতাধিক স্থানে মসজিদে ও খোলা মাঠে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটির উদ্যোগে ঈদের নামাজ আদায় করা হয়। প্রতিটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কুরবানির ঈদ হওয়ায় অনেকে নামাজ শেষে পশু কুরবানি দিতে ছুটে যান।