বেঙ্গালুরুকাণ্ডে পদত্যাগ করলেন কর্ণাটকের ২ ক্রিকেট কর্তা

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
বেঙ্গালুরুকাণ্ডে পদত্যাগ করলেন কর্ণাটকের ২ ক্রিকেট কর্তা

১৮ বছরের খরা কাটিয়ে এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই ভক্তদের উচ্ছ্বাস ছিল বাধভাঙা। তবে এর মাশুলও দিতে হলো তাদের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে মারা যান ১১ ভক্ত। মর্মান্তিক এই ঘটনার পর নৈতিক জায়গা থেকে পদত্যাগ করেছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম। 

পদত্যাগের কারণ হিসেবে ই.এস জয়রাম বলেছেন, ‘গত দুই দিনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক ঘটনায় আমাদের ভূমিকা খুবই সীমিত ছিল। তবুও নৈতিক দায়িত্বের কারণে আমরা জানাতে চাই যে গত রাতে আমরা কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং কোষাধ্যক্ষ হিসাবে আমাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

পুলিশ গত ৪ জুনের মর্মান্তিক ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধান নিখিল সোসালেও রয়েছেন। এরপরই বড় এই দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটে।

এদিকে, পদদলিত হয়ে নিহত হওয়া ১১ সমর্থকের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লক্ষ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। এই ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে তাদের সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হচ্ছে।

বর্তমানে এই মর্মান্তিক ঘটনার একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন পাওয়ার আশা করা হচ্ছে।