প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান।
প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক থেকে জানা গেছে। সেখানে সাক্ষাতের ছবিও পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পোস্টে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।’
এছাড়াও আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও সস্ত্রীক সাক্ষাৎ করেছেন। তাদের সাক্ষাতের ছবিও কাছাকাছি সময়ে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?