ঈদের দিন ঢাকায় বৃষ্টি
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই রাজধানীর আবহাওয়া ছিল মোটামুটি গুমোট। বৃষ্টি হওয়ার কোন রকম সম্ভাবনা ছিল না। কিন্তু হঠাৎই আকাশ কালো হয়ে বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়।
আজ শনিবার কোরবানির ঈদের দিন সকাল সাড়ে ১০টার দিকে উত্তরায় বৃষ্টিপাত হয়। এর কিছু সময় যাওয়ার পর বেলা ১২টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় এলাকায় বৃষ্টি নামে। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।
এদিকে বৃষ্টির কারণে কোরবানির পশুর রক্ত, বর্জ্য ধুয়ে যাচ্ছে। এতে দুর্গন্ধ কিছুটা কমবে। তাছাড়া সকাল থেকেই দুই সিটি করপোরেশন পশুর বর্জ্য অপসারণে লোকবল দিয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট ভ্যান, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের কাজ করতে দেখা গেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গতকাল শুক্রবার রাতে আবহাওয়া অফিস জানানো হয়, ‘দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?