বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা বা কোরবানি ঈদ । বিশ্বের নানা দেশের মুসলিমরা নিজ নিজ সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী ঈদের আনুষ্ঠানিকতা পালন করেছেন।
ঈদুল আজহা ইসলাম ধর্মের অন্যতম প্রধান দুটি বড় উৎসবের একটি। এই দিন মুসলিমরা পশু কোরবানি করে, যা নবী ইব্রাহিম (আ.)- এর তার পুত্রকে উৎসর্গ করার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এই ঈদে কোরবানি করা পশুর মাংস দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। তবে ইসরাইলের কারণে এ বছরের ঈদ ছিল বেশ মলিন। ফিলিস্তিনে চলমান সংঘর্ষের পাশাপাশি যোগানের ঘাটতি ও মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। মানুষের জীবন অনেকটাই সংকটপূর্ণ হয়ে পড়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে গাজার খান ইউনিসে ধ্বংসপ্রাপ্ত এক মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলি সামরিক বাহিনী গত মার্চ মাসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেওয়ার পর থেকে গাজায় তাদের অভিযান তীব্রতর করেছে। এমনকি ঈদের দিনও বন্ধ থাকেনি হামলা। ঈদের দিন গাজার খান ইউনুসে প্রিয়জনদের কবর জিয়ারত করেছেন ফিলিস্তিনিরা। ঈদের নামাজ শেষে তারা তাদের স্বজনদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেন।
একই সাথে শুক্রবার ঈদ উদযাপন করেছেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিমরা। মিসর ও জর্ডানে সকালে ঈদের নামাজ আদায় শেষে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে একত্রিত হন অনেকে। কেউ কেউ মিষ্টি বিতরণ করেন। কেউ আবার আনন্দের মুহূর্তগুলো এক অপরের সাথে ভাগাভাগি করে নেন।
এদিকে ঈদের দিন তিউনিস শহরের প্রাচীন গলির পথ ধরে মিছিল করেছে তিউনিসিয়ার মুসলিমরা। এই মিছিলটি করে তাদের শতাব্দী প্রাচীন ঈদ উদযাপনের রীতি অটুট রাখছে তারা। এই মিছিল শেষ হয় স্থানীয় এক প্রাচীন মসজিদে নামাজ পড়ে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সান ডিয়েগোর মুসলিমরা। এদিন ইমাম আব্দেল জালিল নামাজের ইমামতি করেন। এসময় তিনি গাজায় শান্তির আহ্বান জানান। রয়টার্সকে এদিন অনেকে জানান, আমেরিকার আসন্ন ভিসা নিষেধাজ্ঞার কারণে ঈদ এবার আগের মতো উপভোগ করা যাচ্ছে না। নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে বিভিন্ন দেশের মুসলিম পরিবারের উপর।
এদিকে শুক্রবার মসজিদে একত্রিত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা। তারা ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানিয়ে শান্তি ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। এদিন দেশটির সাধারণ মানুষ জানান, গত বছরের তুলনায় এই বছর ইন্দোনেশিয়ায় কম পশু কোরবানি করা হয়েছে। অনেকেই মনে করছেন, এর পেছনে অর্থনৈতিক দুরবস্থা দায়ী। অন্যদিকে বাংলাদেশসহ বিশ্বের কিছু দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে আজ শনিবার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস