বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় জামাত। আজ শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
দ্বিতীয় জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির ছিলেন মো. নাসির উল্লাহ। নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানির উদ্দেশ্যে মসজিদ ত্যাগ করেন। এর আগে, সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত নির্বিঘ্ন রাখতে সকাল থেকেই বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনী মসজিদের প্রতিটি প্রবেশপথ ও চত্বরে সতর্ক অবস্থানে ছিল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণানুযায়ী, এবারের ঈদুল আজহায় বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় জামাত হবে সকাল ৯টায়, যাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ।
চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ। পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে, ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রতিটি জামাতে মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো কারণে নির্ধারিত ইমাম বা মুকাব্বির উপস্থিত না থাকলে, তাদের বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
ঈদুল আজহার দিনে ধর্মপ্রাণ মুসলমানরা ত্যাগের আদর্শ ধারণ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ ও কোরবানির মধ্য দিয়ে উৎসব পালন করছেন।