বিআরটিসি এখন অলাভজনক প্রতিষ্ঠান নয়
বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা বলেছেন, বিআরটিসি এখন আর অলাভজনক প্রতিষ্ঠান নয়। এটা এখন সাড়ে চার হাজার মানুষের কর্মসংস্থানের স্থান। তারা আয় করে তারা বেতন নিচ্ছে, যার সহযোগিতা করছে সরকার।
আজ শুক্রবার রাজবাড়ীর বাস টার্মিনালে রাজবাড়ী থেকে গুলিস্থানগামী বিআরটিসির ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘যাত্রীদের চাপের কারণে রাজবাড়ী থেকে এই সেবা চালু করা হলো। যাত্রীদের এই চাপ থাকলে রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো করা হবে, যা আশপাশের ছয় জেলা কাভার করবে। বর্তমানে কাভার হচ্ছে বরিশাল ও গোপালগঞ্জ থেকে। যে কারণে পদ্মা সেতুর সুফল এই অঞ্চলের মানুষ পাচ্ছে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘রাজবাড়ীতে যদি একটি ডিপো করা যায়, তবে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এর জন্য সকলকে সহযোগিতা করতে হবে।’
রাজবাড়ী থেকে গুলিস্থানগামী বিআরটিসির ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানাগেছে, প্রতিদিন সকাল সাড়ে ৬টার সময় ৫০০ টাকা ভাড়ায় রাজবাড়ী থেকে গুলিস্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এসি বাসটি।