আগাম ঈদ উদযাপন করল ৮ গ্রামের ১০ হাজার মানুষ

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১১:৩৮
শেয়ার :
আগাম ঈদ উদযাপন করল ৮ গ্রামের ১০ হাজার মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করছেন আগাম ঈদুল আযহা। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাঙ্গীরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় পৌর শহরের নাইয়াপট্রি জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ দুই মসজিদে অনুষ্ঠিত নামাজে সবেচেয়ে বেশি মুসুল্লি অংশগ্রহন করেন।

জানা গেছে, আগাম ঈদ পালনকারীরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে তারা এরকম আগাম ঈদ উদযাপন করে আসছেন।