ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বাংলাদেশে ছুটি থাকায় এই সময়ে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে বন্ধের সময়ে পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়া করতে পারবেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন ভোমরা বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে পূনরায় বন্দরে আমদানী-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। উভয় দেশের কর্তৃপক্ষ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভোমরা বন্দর ইমিগ্রেশন বিভাগের ইনচার্জ তুফান কুমার মন্ডল বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের ইমিগ্রেশন বিভাগ চালু থাকবে। ফলে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাওয়া-আসা করতে পারবেন।’