বিএমইউতে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসাসেবা
পবিত্র ঈদুল আযহার ছুটির প্রথম দিনেই ৬৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে এই সেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরিফ মো. আরিফুল হক, সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, কর্মচারী ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে এই চিকিৎসাসেবায় অংশগ্রহণ করেন।
রোগীদের সুবিধার্থে ঈদের ছুটির মাঝেও বহির্বিভাগ খোলা থাকবে আরো দুই দিন—৮ জুন (রবিবার) ও ১১ জুন (বুধবার)। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে সেবা চালু থাকবে। এছাড়া ইনডোর ও জরুরি বিভাগ, জরুরি ল্যাব সেবাও চালু রয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ছুটির মধ্যেও চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানা যায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ১৪ জুন শনিবার থেকে অফিস, ক্লাস ও হাসপাতালের সকল প্রকার কার্যক্রম চলবে স্বাভাবিক নিয়মে।