দেশে করোনায় আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
০৫ জুন ২০২৫, ২০:০০
শেয়ার :
দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন, করোনা থেকে সুস্থও হয়েছেন তিনজন। আর মারা গেছেন একজন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।  

সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।