দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল
আর একদিন পরই পবিত্র ঈদুল আযহা। ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে।
ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রী রোকসানা আক্তার বলেন, ‘ছুটি পাওয়ার পর বাড়িতে যাচ্ছি। কোনো ভোগান্তি না থাকলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে।’
আরিফ নামে মোটরসাইকেল আরোহী বলেন, ‘মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছি। পথে তেমন কোনো ভোগান্তি নেই। আশা করছি সুন্দরভাবে বাড়ি পৌছে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারব।’
ঘাটে মানুষের ঢল থাকলেও নেই কোনো ভোগান্তি বা যানজট। যাত্রী হয়রানি বন্ধে ঘাট এলাকায় কাজ করছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার ব্যবস্থা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘এবার ঈদে পারাপার নির্বিঘ্নে করতে বহরে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। সকাল থেকে যাত্রীর চাপ থাকলেও নেই কোনো প্রকার ভোগান্তি। ভোগান্তি ছাড়াই মানুষ গন্তব্যে যেতে পারছেন।’