ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও সন্তানের করুণ মৃত্য হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার ফুলহরী ইউনিয়নের আসাননগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের হুদা মাইলমারী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), তার স্ত্রী সেলিনা বেগম (৩৮) ও তাদের একমাত্র সন্তান মাহিম (৭)। গোলাম মোস্তফা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসীরা জানান, মোটরসাইকেলযোগে ঈদের বাজার করার জন্য মোস্তফা মন্ডল স্ত্রী ও সন্তানকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। এমন সময় আসাননগর এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ছেলে ছোট্ট মাহিম মারা যায়। এরপর গুরুতর আহত মোস্তফা ও সেলিনা বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্চয় বিশ্বাস ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই পরিবারের তিনজনের মৃত্যুতে তাদের গ্রামের বাড়িতে এখন কেবলই বুকফাটা আর্তনাদ। সেখানে ঈদ আনন্দের বদলে নেমে এসেছে সীমাহীন শোকের ছায়া।