কাটাকাটি করতে গিয়ে কেটে গেলে দ্রুত যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৮:৫৬
শেয়ার :
কাটাকাটি করতে গিয়ে কেটে গেলে দ্রুত যা করবেন

ঈদ দুয়ারে কড়া নাড়তে শুরু করছে। ঈদের আনন্দ যেন নিরানন্দ না হয়ে উঠে। তাই কোরবানির পরে মাংস কাটাকাটি সময়, রান্না বা ঘরের কাজ করতে গিয়ে অনেকে অসাবধানতাবশত হাত বা আঙুলে ছুরি বা ধারালো বস্তু দিয়ে কেটে ফেলেন। এই ধরণের ইনজুরি হলে দ্রুত এবং সঠিক প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলে মারাত্মক ক্ষতি এড়ানো থেকেও বাঁচা যায়। কারণ ওই সময়টাতে হাসপাতালের সেবা পাওয়া যাবে না! তাই ঘরে বসেও প্রাথমিক চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করা যাবে।

চলুন জেনে নেই ধাপগুলো-

১. রক্তপাত বন্ধ করা: প্রথমে পরিষ্কার একটি কাপড় বা ব্যান্ডেজ দিয়ে কাটা জায়গায় চাপ দিন। এতে রক্তপাত ধীরে ধীরে কমে যাবে। খুব বেশি রক্তপাত হলে ৫-১০ মিনিট চাপ দিয়ে ধরে রাখুন।

২. হাত ধোয়া ও পরিষ্কার রাখা: রক্তপাত কমে গেলে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ভালো করে ধুতে হবে। এতে জীবাণু দূর হবে এবং ইনফেকশনের ঝুঁকি কমবে।

৩. অ্যান্টিসেপটিক ব্যবহার: কাটা স্থানে অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম (যেমন: বিটাডিন) ব্যবহার করুন। এটি ইনফেকশনরোধে সাহায্য করে।

৪. ব্যান্ডেজ করা: কাটা জায়গা পরিষ্কার ও শুকনো হয়ে গেলে স্টেরাইল গজ বা ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে ঢেকে দিন। এতে ধুলা-বালি ও জীবাণু ঢুকবে না।

৫. ব্যথা বা ফোলা কমাতে: প্রয়োজনে প্যারাসিটামল বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। ফোলাভাব থাকলে বরফের টুকরা তোয়ালে দিয়ে মুড়ে ১০-১৫ মিনিট ধরে ব্যবহার করুন।

৬. ডাক্তারের পরামর্শ: কাটার গভীরতা বেশি হলে, রক্তপাত বন্ধ না হলে, অথবা টিটানাস ইনজেকশনের সময় পেরিয়ে গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা টেলিপ্রেসক্রিপশন ও করা যেতে পারে।  

ছোটখাটো কাটা ইনজুরিতে সঠিক প্রাথমিক চিকিৎসা দ্রুত দিলে বড় জটিলতা এড়ানো সম্ভব। তাই সব সময় সতর্ক থাকা এবং ফার্স্ট এইড বক্স ঘরে রাখা জরুরী।

লেখক:



ডা. জেবিন জান্নাত জুইঁ

এইচএমও, বিডিএস, এমপিএইচ, স্বাস্থ্য বিষয়ক লেখক ও কনসালটেন্ট,

ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। হটলাইন : ০১৮-৮৮২৭৪৩৪৮