কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৮ টন লবন বিতরণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ করার লক্ষ্যে সরকারিভাবে বিনামূল্যে উপজেলার ৪০টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ৮ টন লবণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লবণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাঈমা ইসলাম নিজ হাতে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রধানদের মাঝে ১৫০ কেজি পরিমাণে লবণ হস্তান্তর করেন।
উপজেলার ৪০ টি মাদ্রাসা ও এতিমখানাকে বিনামূল্যে লবণ বরাদ্দ দেওয়া হয়। সরকারি এই সহায়তায় ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই সরকারিভাবে এই লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া সংরক্ষণ করতে পারে,সে জন্য আমাদের এই উদ্যোগ।’
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ, মুহতামিম, পরিচালকসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।