বিয়ে করলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনা খান
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান তার দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন। বিয়ের এই খবরটি তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, হিনা খান ও রকি জয়সওয়াল একে অপরের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের পর ৪ জুন ২০২৫ তারিখে মুম্বাইয়ে পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মারণব্যাধি এই রোগও থামাতে পারেনি এই বলিউড অভিনেত্রীকে। একের পর এক কেমোথেরাপি, শরীরে অসহ্য যন্ত্রণা-নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়েই সব বাধা জয় করে জীবনে নতুন এই যাত্রার শুরু করলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
হিনা খান তার ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা আমাদের ভালোবাসার মহাবিশ্ব গড়েছি। আজ, আমাদের সম্পর্ক ভালোবাসা ও আইনের মাধ্যমে চিরস্থায়ী হলো।’
অভিনেত্রীর কথায়, ‘বিয়ে আমার কাছে শুধুই এক সামাজিক প্রথা। প্রেম, সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।’
বিয়ের অনুষ্ঠানে হিনা খান পরেছিলেন ডিজাইনার মণীষ মালহোত্রার ডিজাইন করা একটি ওপাল সবুজ রঙের শাড়ি, যার মধ্যে স্বর্ণ ও রূপার সূচিকর্ম ছিল। শাড়ির পাড়ে হিনা ও রকির নাম দেবনাগরী লিপিতে লেখা ছিল। রকি জয়সওয়াল পরেছিলেন মণীষ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা কুর্তা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটে প্রথম পরিচয় হিনা ও রকির। প্রযোজক রকি এবং অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই প্রেমে পরিণত হয়।
এরপর ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে আরও দৃঢ় হয়েছে তাদের সম্পর্ক।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
হিনা খান ২০২৪ সালের জুন মাসে স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হওয়ার কথা জানান। তার এই কঠিন সময়ে রকি জয়সওয়াল সবসময় তার পাশে ছিলেন, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।