‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে কুরবানির টাকা খোয়ালেন বৃদ্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে লাখ টাকা খোয়ালেন শহিদুল্লাহ ধনু(৬৫) নামে এক বৃদ্ধ। গতকাল বুধবার সকালে বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হয়ে ওয়েল মিলের সামনে এ ঘটনা ঘটে।
শহিদুল্লাহ চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসমাইল পন্ডিত বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী বৃদ্ধ শহিদুল্লাহ জানান, ইসলামী ব্যাংক বসুরহাট শাখা থেকে টাকা তোলার পর অয়েল মিলের সামনে রাস্তায় এক অপরিচিত লোক সালাম দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে। প্রবাসে আমার ছেলেদের সাথে নাকি তার পরিচয় আছে। তখন কথা বলতে বলতে তার সাথে বসুরহাট জিরো পয়েন্ট আসে। এরই মধ্যে আমার কাছে থাকা কুরবানির নগদ ৫০হাজার টাকা লোকটা নিয়ে যায়। আমি বাড়িতে যাওয়ার ২০ মিনিট পর বুঝতে পারি উনি টাকা গুলো নিয়ে গেছে।
ইমরান রায়হান নামে চরফকিরার এক বাসিন্দা জানান ,কয়েকদিন আগে তাদের বাড়িতে বেড়াতে আসা শিউলী নামের ১২ বছরের এক শিশুকেও বাড়ির দরজা থেকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তার মোবাইলটি হাতিয়ে নেয়। পরে শিশুটিকে ফেনীতে পাওয়া যায়। তার বাড়ির দরজা থেকে ফেনী আসার মাঝের ঘটনা কিছুই মনে নেই শিউলির।
বসুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী কাজী ফজলুল করিম ফয়সাল এসব ঘটনায় বলেন, প্রায়ই এমন ঘটনা ঘটে। এরা ব্যাংক গুলোকে টার্গেট করে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই-এই চক্রকে দ্রুত গ্রেপ্তার করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাটি আমরা শুনেছি। এসব চক্র সাধারণত অন্য এলাকা থেকে এসে দ্রুত অপরাধ করে পালিয়ে যায়। আমরা এ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার চেষ্টা করতেছি।