গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব /

নিরাপত্তা পরিষদের ১৪ দেশ পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৫, ১০:৫২
শেয়ার :
নিরাপত্তা পরিষদের ১৪ দেশ পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ভেটো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন ফিলিস্তিনি। এরই মধ্যে অঞ্চলটিতে তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) একটি প্রস্তাব উঠেছিল। তবে সেখানে ভেটো দিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্য দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিলো। বাকি ১৪ দেশই চায়, যুদ্ধবিরতি চুক্তি করা হোক। প্রস্তাবটিতে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মতে, যুদ্ধবিরতির দাবি সরাসরি বন্দীদের মুক্তির সাথে সম্পর্কিত নয়। 

ভোটাভুটি শুরুর আগে এক মন্তব্যে জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া ১০টি দেশের দ্বারা উত্থাপিত এই প্রস্তাবের প্রতি ব্যাপারে তার দেশের বিরোধিতা ‘অবাক হওয়ার মতো কিছু নয়’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর মধ্যে আছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হওয়ার মতো স্থানে থাকবে না।’

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি লাল রেখা অতিক্রম করেছে এবং জাতিসংঘের প্রস্তাবগুলিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তবুও, একটি দেশের প্রচ্ছন্ন সমর্থনে (গাজায় চালানো) এই অন্যায়গুলো বন্ধ করা হয়নি বা জবাবদিহি করা হয়নি।’

এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বুধবার কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জনেরও বেশি আহত হয়েছেন। মধ্য গাজাসহ এবং সমগ্র ভূখণ্ডেই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। অঞ্চলটিতে কোনো খাদ্য সাহায্যও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল।