অনন্ত জলিলকে তরুণীর কেক খাওয়ানোর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বর্ষা
সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়—অনন্তকে কেক খাওয়াচ্ছেন এক তরুণী, তা দেখে অভিমান করেছেন তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলকালাম কাণ্ড ঘটেছে। এবার ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন বর্ষা।
গত শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অনন্ত–বর্ষা। সেখানেই ঘটনাটি ঘটে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্ষা লিখেছেন, ‘ভাগ্যিস অনন্ত জলিল, তুমি কাউকে কিছু খেতে দাও নাই। এডিটগুলো খুব প্রশংসা পাওয়ার মকো। এটা খুব সাধারণ ব্যাপার ছিল, কিন্তু আর এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সাথে আপনাদের ভাইও... মজার ব্যাপার হলো মেয়েটা কে ছিলো? আমরা ২ জন কেউ চিনি না। আর উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে, আর একটা কথা উনি ফুলও দিয়েছেন আমাদের ২ জনকে, উনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন।
ঘটনার আদ্যপান্ত না জেনে কোনো কিছু ছড়িয়ে দেওয়া যে অপরাধ সেটিও নিজের স্ট্যাটাসে উল্লেখ করেছেন বর্ষা, ‘না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ, মনে রাখবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বর্ষা পরে মালিহা পারভিন নামে আরেকজনের পোস্টও শেয়ার করেন। যেখানে লেখা হয়েছে, ‘বর্ষা আপু ও অনন্ত জলিলভাইয়ের যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটি একদম সত্যি নয়। আমি নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং ঘটনাস্থলেই উপস্থাপনা করতেছিলাম। যেটা ভাইরাল করা হয়েছে, সেটা সম্পূর্ণ এডিট করা ও বানোয়াট। এমনকি বর্ষা আপু যে বক্তব্য দিয়েছে এটাও কিন্তু কেক কাটার আগেই দিয়েছিল। কিন্তু কিছু সাংবাদিকরা এটা এডিট করে বানিয়েছে, যাতে ভিউজ ভালো পাওয়া যায়।’
স্ট্যাটাসে তিনি আরও যোগ করেন, ‘আমাকে কয়েকজন মেসেজ দিচ্ছেন, কল দিয়ে বলছেন... যেহেতু আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, আমি এরকম কোনো ঘটনা দেখছি কি না তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একদম মিথ্যা ঘটনা। ওনারা অনেক আন্তরিক ছিল সবার সাথে। বাট এটা মজার বিষয়, যে সাংবাদিকরা তিলকে তাল বানায়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট