বরগুনায় শহীদ মিনার মাঠে পশুর হাট, ক্ষুব্ধ জনগণ

অনলাইন ডেস্ক
০৫ জুন ২০২৫, ০৯:০১
শেয়ার :
বরগুনায় শহীদ মিনার মাঠে পশুর হাট, ক্ষুব্ধ জনগণ

ঈদুল আজহা উপলক্ষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পশুর হাট বসানোর ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শহীদ মিনারের বেদিতে পান, সিগারেট ও বাদামের ভ্রাম্যমাণ দোকান বসেছে এবং অনেকে জুতা পরে বেদিতে উঠে হাঁটাচলা করছেন। 

গত মঙ্গলবার বিকেলে এমন দৃশ্য দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ক্রেতা-বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বরগুনার সংস্কৃতিকর্মী ও পরিবেশকর্মীরা। 

খেলাঘর বরগুনা শাখার চারুকলা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বলেন, শহীদ মিনারে জুতা, স্যান্ডেল পরে ওঠা জাতিকে অপমান করার শামিল। বরগুনা পৌরসভার অবহেলার কারণেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ইজারাদারকে আগেভাগেই নিষেধ করলে এই অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত।

পশুর হাটের ইজারাদার তহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় একদিনের জন্য শহীদ মিনার মাঠে হাট বসানো হয়েছিল। তবে ভবিষ্যতে আর সেখানে হাট বসানো হবে না।

এ বিষয়ে বরগুনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনিমেষ বিশ্বাস বলেন, ইজারাদারকে একদিনের জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। শহীদ মিনারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে জানতে পেরে আমি নিজেই হাটে মাইকিং করিয়ে লোকজন সরিয়ে নিই।

তিনি আরও জানান, ভবিষ্যতে হাটের জন্য সরকার নির্ধারিত শিশু সদন মাঠ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানেও সরকারি বিধিনিষেধ থাকায় চাপে পড়েছে পৌর কর্তৃপক্ষ।