ঈদে মুক্তি পাচ্ছে ছয় সিনেমা

সরে গেছে পাঁচটি

ফয়সাল আহমেদ
০৫ জুন ২০২৫, ০০:০০
শেয়ার :
ঈদে মুক্তি পাচ্ছে ছয় সিনেমা

ঈদের এক মাস আগে থেকেই সিনেমা মুক্তির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। আবার ঈদ কাছাকাছি এলেই বাদ যেতে থাকে একের পর এক সিনেমা। ব্যতিক্রম হয়নি আসন্ন ঈদুল আজহায়ও! অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, এবার দশের বেশি সিনেমা নিয়ে আসছেন প্রযোজক-পরিচালকরা। কিন্তু এখন পর্যন্ত টিকে আছে ছয়টি। এই তালিকাও ছোট হতে পারে! ঈদের সিনেমা নিয়ে লিখেছেন- ফয়সাল আহমেদ

তাণ্ডব

বরাবরের মতো এবারও চাহিদার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি। সিনেমার একটি চরিত্রে দেখা যেতে পারে বর্তমান সময়ের আলোচিত নায়ক আফরান নিশোকে। যদিও এটি নিয়ে শাকিব ও নিশো ভক্তদের মধ্যে চলছে ডিজিটাল লড়াই! রায়হান রাফী পরিচালিত সিনেমার পোস্টার ও টিজার অবমুক্ত করা হয়েছে সম্প্রতি। সিনেমায় শাকিব খানের নায়িকা নাটকের অভিনেত্রী সাবিলা নূর। এটি তার অভিষেক সিনেমা। এতে গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প।

ইনসাফ

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এ সিনেমা নিয়েও রয়েছে দর্শক আগ্রহ। নির্মাতা জানান, সমাজ ও বিচারের প্রতিফলন এবং ন্যায়ের সন্ধান এক কঠিন লড়াইয়ের গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। ইতোমধ্যে টিজার বেরিয়েছে। দুটি গান, ট্রেলার প্রকাশ মুক্তির আগে করব, সবই প্ল্যানমাফিক। আশা করছি, দর্শক ছবিটি উপভোগ করবেন।

নীলচক্র

বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ ঈদে মুক্তি পাচ্ছে। মিঠু খানের নির্মিত এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল আমেরিকান ফিল্ম মার্কেটে। এর গল্পে রয়েছে সাইবার অপরাধের ভয়াবহ চিত্র, যেখানে ইন্টারনেট জগতে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয় চরিত্রগুলোকে।

এশা মার্ডার : কর্মফল

একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানী সানোয়ার। ছবিতে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, সুষমা সরকার প্রমুখ।

উৎসব

একঝাঁক নাটকের শিল্পী নিয়ে নির্মিত হয়েছে ‘উৎসব’। নির্মাণ করেছেন তানিম নূর। এ সময়ের শিল্পীদের পাশাপাশি এতে দেখা মিলবে নব্বইয়ের বেশ কিছু তারকা শিল্পীর। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

টগর

‘নাকফুলের কাব্য’-এর পর ‘টগর’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হলেন আদর আজাদ ও পূজা চেরী। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। এরই মধ্যে পোস্টার, টিজার ও গানও প্রকাশ হয়েছে।

সরে যাওয়া সিনেমা

‘পুলসিরাত’ থেকে নাম পরিবর্তন করা ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার কথা। নাম পরিবর্তন করে এটি সেন্সর সার্টিফিকেশন সনদও পায়। কিন্তু শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া থেকে সরে দাঁড়ান নির্মাতা-প্রযোজক। ‘নাদান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, কোরবানির ঈদে মুক্তি পাবে। সেভাবে প্রচারণাও করে টিম। তবে সম্প্রতি জানা গেল, সিনেমাটি আপাতত মুক্তি পাচ্ছে না। মুক্তির ঘোষণা দিয়ে ঈদ থেকে সরে গেছে ‘শিরোনাম’ সিনেমা। অনিক বিশ্বাসের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন নীরব ও ইয়ামিন হক ববি। শবনম বুবলী ও আদর আজাদ জুটির সিনেমা ‘পিনিক’। সিনেমাটি পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণার কথা শোনা গিয়েছিল। এটিও ঈদ থেকে সরে গেছে। বিপ্লব হায়দারের ‘আলী’ মুক্তির কথা শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রচারণার জন্য জানিয়েছিলেন।