মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজের (৬০) বিরুদ্ধে।
অভিযুক্ত সাজ্জাদ উপজেলার মধ্য অষ্টগ্রাম কারবালাহাটির মৃত নূর আলীর ছেলে। তিনি ভুক্তভোগী ওই মেয়ের সম্পর্কে নানা হন।
ভুক্তভোগী মেয়ের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নানা বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী ওই মেয়ে। পথে নানা সাজ্জাদ হোসেন তাকে ডেকে ফার্মেসিতে নেয়। পরে ফার্মেসির গেটে তালা ঝুলিয়ে দিয়ে ভুক্তভোগীকে হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে তার ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আদালতে মেয়েটির জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।