ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৭:৩২
শেয়ার :
ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে ক্ষেতে ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ বুধবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেংহারিপাড়া গ্রামের সফিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক রব্বানী (৩৫), একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. শাহিন (৩৮) এবং সফিজুল ইসলামের ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী জামিদুল ইসলাম (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন ধাক্কামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেংহারি পাড়া গ্রামে পল্লী বিদ্যুৎ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) বিদ্যুৎ সরবরাহের লাইন পাশাপাশি অবস্থানে ছিল। আজ সকালে বেংহারিপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে নেসকো বিদ্যুৎ লাইনের উপর পড়লে বিকট শব্দ্ষনিক খবর পেয়ে পল্লী বিদ্যুৎ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে বিদুৎ সরবরাহ চালু করলে অজ্ঞতাবশত কয়েকজন বিদ্যুতের খুটির নিচে ক্ষেত থেকে ভূট্টা তুলতে যায়।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন। তাদের মধ্যে জামিদুল ইসলামের মাথা এবং দুই পা পুড়ে যায়। পরে শাহিন, রব্বানী এবং জয় ইসলামকে আশংকাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানীকে মৃত ঘোষণা করে। আর জয় ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতলে স্থানান্তর করে।

এদিকে নিহতের পরিবার এবং স্থানীয়দের দাবি পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার কারণেই এই ঘটনা ঘটেছে। তারা পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিচার দাবি করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।