নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন বিএসএফের

অনলাইন ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৭:২৭
শেয়ার :
নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন বিএসএফের

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে তিন জন শিশু, ২১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায়।

নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান বলেন, গতকাল গভীর রাতে ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তারা ২ মাস থেকে ১০ বছর আগে ভারতে গিয়েছিলেন।

তিনি বলেন, বর্তমানে তাদের বিজিবির বিজয়পুর ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।